ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

বাস-নসিমন সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ১০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ডের সরকার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় নসিমন ও একটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রুদ্রনগর গ্রামের জাকির, রাজু ও খসরু। তারা সবাই রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

পলাশবাড়ী থানার পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধাগামী একটি নসিমনের সঙ্গে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নসিমনের তিন যাত্রী নিহত হন এবং আহত হন ১০ জন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে এদের মধ্যে গুরুতর ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া বাসটিকে আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি