বায়ার্ন মিউনিখে যাচ্ছেন রদ্রিগেস
প্রকাশিত : ১৫:৫২, ১২ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:৫৩, ১২ জুলাই ২০১৭

আগামী দুই মৌসুম বায়ার্ন মিউনিখে খেলবেন রিয়াল মাদ্রিদ তারকা হামেস রদ্রিগেস। মঙ্গলবার ক্লাব দুটি নিজেদের ওয়েবসাইটে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
প্রিমিয়ার লিগের দুটি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও বর্তমান চ্যাম্পিয়ন চেলসি রদ্রিগেসকে পেতে আগ্রহী ছিল।
২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত বায়ার্নে থাকবেন ২৫ বছর বয়সী কলম্বিয়ার এই মিডফিল্ডার। চুক্তি অনুযায়ী মেয়াদ শেষে রদ্রিগেসকে বায়ার্ন চাইলে কিনতে পারবে।
২০১৪ সালের জুলাইয়ে মোনাকো থেকে রিয়ালে যোগ দেন তিনি। রদ্রিগেস বেশ দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। তবে গত বছর জানুয়ারিতে জিনেদিন জিদান কোচ হওয়ার পর থেকে প্রথম একাদশে তিনি অনিয়মিত হয়ে পড়েন। গত মৌসুমে লা লিগায় ২২ ম্যাচে খেলার সুযোগ পান।
সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে মোট ১১১ ম্যাচ খেলে ৩৬টি গোল করেছেন রদ্রিগেস। সতীর্থদের দিয়ে ৪১টি গোল করান ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।
আর/ডব্লিউএন