ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

বিআরআই নিয়ে নিরব নেপাল, জিডিআই চাপিয়ে দিল চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২০, ১১ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

চীন ও নেপালের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক কূটনৈতিক পরামর্শ প্রক্রিয়ার ১৫তম বৈঠক শুক্রবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

ওই বৈঠকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্প নিয়ে নেপালের নীরবতার পাশাপাশি চীনা বিনিয়োগ প্রকল্পগুলোর সময়োপযোগী বাস্তবায়নের জোর এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা জিডিআই নিয়ে আলোচনা হয়েছে।

সংবাদমাধ্যম পারডাফাসের বরাতে ইকোনোমিকস টাইমস জানিয়েছে, চীনের উচ্চাভিলাষী প্রকল্প বিআরআই ও সামরিক জোট গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ (জিএসআই) সম্পর্কে নেপাল আনুষ্ঠানিকভাবে কোনো আগ্রহ দেখায়নি বৈঠকে। এরপরও নেপালের ওপর প্রভাব বিস্তারে চীন জিডিআই প্রকল্পের পরিকল্পনা হাজির করেছে বৈঠকে, যেটি চালু করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

প্রতিবেদনে বলা হয়, নেপাল জিডিআই প্রকল্পকে মানবিক সহায়তা ও উন্নয়ন কর্মসূচি হিসেবে ইতিবাচকভাবেই নিয়েছে। এছাড়া  বৈঠকে নেপালি পক্ষকে চীন জিডিআই-এর গুরুত্ব সম্পর্কেও বুঝিয়েছে।

পরে ওই দিন সন্ধ্যায় নেপালি দূতাবাস এক বিবৃতিতে চীনে নেপালি পণ্য রপ্তানির সুবিধা দেওয়ার অনুরোধ জানায়। অন্যদিক চীন সরকারও নেপালের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

বৈঠকে বিআরআই নিয়ে আলোচনা হয়েছে কি না, নেপালি দূতাবাসের জারি করা সেই বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়নি। তবে নেপালে চীনের যে বড় ব্ড় প্রকল্পসমূহ চলমান রয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়নে উভয়পক্ষ সম্মত হয়েছে।

পাঁচ ঘণ্টার সেই বৈঠকে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব, বাণিজ্য উন্নয়ন, বিনিয়োগ ও পর্যটন, সংযোগ স্থাপন, কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে পারডাফাস জানিয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি