ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

বিএনপির আমলে দেশে উন্নয়ন হয়নি: নৌমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৬, ২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বিগত বিএনপি শাসনামলে দেশে কোন উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, বিএনপি দেশের উন্নয় বাদ দিয়ে লুটপাট করেছে।

শুক্রবার দুপুরে জেলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন ও বাজার সংস্কার কাজের উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

নৌপরিবহন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে মাত্র নয় বছরে দেশে ব্যাপক উন্নয়ন করেছে এবং তা অব্যাহত আছে। দেশে অসংখ্য বেড়ী বাঁধ নির্মাণসহ নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়েছে। এর ফলে ভাঙ্গনের হাত থেকে রক্ষাা পাচ্ছে সাধারণ মানুষ। সূত্র: বাসস

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি