ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএফইউজে নির্বাচনের ভোট গ্রহণ শেষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ১৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিএফইউজে’র (বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। শুক্রবার ১১টি কেন্দ্রে একযোগে সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল ৫টায় শেষ হয়। ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই ভোট গ্রহণ চলে।

এবার বিএফইউজের ১১টি ইউনিটিতে ৪ হাজার ১৪১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের মোট ভোটার ৩ হাজার ২০৭। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে সভাপতি পদে ওমর ফারুক, মহাসচিব পদে শাবান মাহমুদ ও কোষাধ্যক্ষ পদে দীপ আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি আবদুল জলিল ভূঁইয়া, মহাসচিব জাকারিয়া কাজল ও কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল। এছাড়া সভাপতি পদে স্বতন্ত্র লড়ছেন মোল্লা জালাল। যুগ্ম মহাসচিব পদে লড়ছেন খায়রুল আলম। ঢাকার বাইরে অন্য কেন্দ্রগুলো হলো- চট্টগ্রাম, খুলনা, যশোর, বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া, দিনাজপুর, কক্সবাজার, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি