ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএফইউজে নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন শ্রম আদালত। আজ সোমবার এ স্থগিতাদেশ প্রত্যাহার করেন ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহান। তবে নতুন করে ভোটের তারিখ এখনও নির্ধারণ হয়নি।

আদালতে বিএফইউজে নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন বিএফইউজে`র সভাপতি পদপ্রার্থী মোল্লা জালাল।

এদিন বিএফইউজে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আলমগীর হোসেনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট মবিনুল ইসলাম সমনের জবাব দাখিল এবং নির্বাচন স্থগিতের আদেশ প্রত্যাহারের আবেদন করেন।

এসময় অ্যাডভোকেট মবিনুল ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে- ভোটার তালিকা থেকে ২৬ জনকে বাদ দেয়া হয়েছে। অভিযোগটি সঠিক নয়। যাদের বাদ দেয়ার কথা বলা হয়েছে, তারা কোনো না কোনোভাবে ভোটার তালিকায় রয়েছেন। তাছাড়া শ্রম অধিদফতরের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন পরিচালনা করছি।’

এই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিতের আদেশ প্রত্যাহার করেন ঢাকার প্রথম শ্রম আদালত।

গত বৃহস্পতিবার (৫ জুলাই) শ্রম আদালতে সাংবাদিক খায়রুল আলম ও সেবিকা রানীর করা মামলার পরিপ্রেক্ষিতে ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহান এ নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিলেন।

গত শুক্রবার এই নির্বাচন হওয়ার কথা ছিল।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি