ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বিএসটিআইতে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ১৭ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-তে ক্যালিব্রেশন সংক্রান্ত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) ড. মোঃ নজরূল আনোয়ার। 

এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) মোঃ তাহের জামিল, পরিচালক (পদার্থ) শামীম আরা বেগম, পরিচালক (সিএম) মোঃ সাজ্জাদুল বারী, পরিচালক (মেট্রোলজি) মোঃ খায়রুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণ কর্মসূচিতে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ন্যাশনাল টেস্টিং ক্যালিব্রেশন এন্ড ইন্সপেকশন, ইন্টারটেক বাংলাদেশ, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি