ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বিপিএলে কুমিল্লাকে হারালো সাকিবের বরিশাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ১৪ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল সাকিবের ফরচুন বরিশাল। আর টানা তৃতীয় হার বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার।

জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সাকিবের অপরাজিত হাফ সেঘঞ্চুরিতে ৭ উইকেটে ১৭৭ রান তোলে বরিশাল।

৪৬ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮১ রান করেন সাকিব। এছাড়া ইব্রাহিম জারদান ২৭ ও চাতুরাঙ্গা ডি সিলভা ২১ রান করেন। জবাবে খুশদিল শাহের ঝড়ো ৪৩ রানের পরও ৭ উইকেটে ১৬৫ রানের বেশি তুলতে পারেনি কুমিল্লা।

২৭ বলে ১ চার ও ৪ ছক্কায় এই রান করেন খুশদিল। এছাড়া ইমরুলের ব্যাট থেকে আসে ২৮ রান।  

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি