ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বিপিএলে কে কোন দলে খেলবেন [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ২৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ২৩:২৬, ২৯ অক্টোবর ২০১৮

বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট রোববার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ১৫৫ জন এবং বিদেশি ২৭৩ জন ক্রিকেটারকে নিয়ে বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখান থেকে স্থানীয় এবং বিদেশি ক্রিকেটার ডেকে নিয়েছে অংশগ্রহণকারী সাতটি দল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জানুয়ারিতে বিপিএল মাঠে গড়ানোর কথা।
জেনে নিন বিপিএলে কে কোন দলে খেলবেন-


রংপুর রাইডার্স

মাশরাফি মর্তুজা, ক্রিস গেইল (উইন্ডিজ), নাজমুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, এবি ডি ভিলিয়ার্স(দ. আফ্রিকা), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), সোহাগ গাজী, শাফিউল ইসলাম, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, রবি বোপারা (ইংল্যান্ড), রাইলি রুশো (দ. আফ্রিকা), বিন্নি হাউল (ইংল্যান্ড), ওসানে থমাস (উইন্ডিজ), নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান, ফারদীন হাসান।
ঢাকা ডায়নামাইটস

সাকিব আল হাসান, সুনীল নারিন (উইন্ডিজ), রোভম্যান পাউয়েল (উইন্ডিজ), কাউরান পোলার্ড (উইন্ডিজ), আন্দ্রে রাসেল (উইন্ডিজ), হজরতউল্লাহ জাজাই (আফগানিস্তান), রুবেল হোসেন, নুরুল হাসান, আন্দ্রে ব্রিচ (দ. আফ্রিকা), ইয়ান বেল (ইংল্যান্ড), রনি তালুকদার, শুভাগত হোম, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহদাত হোসেন, নাঈম শেখ।
সিলেট সিক্সার্স

নাসির হোসাইন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভীর (পাকিস্তান), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), সন্দীপ লামিচানে (নেপাল), আফিফ হোসাইন, তাসকিন আহমেদ, ফ্যাবিয়ান অ্যালিন (উইন্ডিজ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), আল-আমিম হোসাইন, গুলবাদিন নাইব (আফগানিস্তান), আন্দ্রে ফ্লেচার (উইন্ডিজ), প্যাট ব্রাউন (ইংল্যান্ড), নিকোলাস পরান (ওয়েস্ট ইন্ডিজ), তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা।
খুলনা টাইটান্স

মাহমুদুল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসাইন শান্ত, কার্লোস ব্রাফেট (উইন্ডিজ), ডেভিড মিলার (দ. আফ্রিকা), আলী খান (যুক্তরাষ্ট্র), জহুরুল ইসলাম, তাইজুল ইসলাম,  জহির খান (আফগানিস্তান), রুদারফোর্ড (উইন্ডিজ), লাসিথ মালিঙ্গা, (শ্রীলংকা), শরিফুল ইসলাম, ইয়াসির শাহ (পাকিস্তান), ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে), আল আমিন, সুবাসিস রয়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল আকন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স

তামিম ইকাবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক (পাকিস্তান), আসলে গুনাথিলাকা (শ্রীলংকা), লিয়াম ডাউসন (ইংল্যান্ড), আবু হায়দার, আনামুল হক, শহীদ আফ্রিদি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলংকা), ইভান লুইস (উইন্ডিজ), ওয়াকার সালামকেইল (আফগানিস্তান), আমিন ইয়ামিন (পাকিস্তান), মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশাররফ হোসাইন, মোহাম্মদ শহিদ, শামসুর রহমান, সনজিৎ সাহা।
রাজশাহী কিংস

মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, মেহেদি মিরাজ, জাকির হোসাইন, সৌম্য সরকার, ফজলে রাব্বি, কায়িস আহমেদ, ক্রিস্টিয়ান জঙ্কার (দ. আফ্রিকা), ইসুরু উদানা (শ্রীলংকা), আরাফাত সানি, লাইরি ইভানস (শ্রীলংকা), রায়ান টেন ডেসকট (নেদারল্যান্ডস), সেকুগে প্রসন্ন (শ্রীলংকা), মোহাম্মদ সামি (পাকিস্তান), আলাউদ্দিন বাবু, মারশাল আইয়ূব, কামরুল রাব্বি।
চিটাগং ভাইকিংস

মুশফিকুর রহিম, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), লুক রনকি (নিউজিল্যান্ড), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), সানজামুল ইসলাম, মোসাদ্দেক, আবু জায়েদ, মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), রবি ফ্রিলিনক (ধ. আফ্রিকা), ক্যামেরুন দেলপোর্ত (দ. আফ্রিকা), দাশুন সানাকা (শ্রীলংকা), সৈয়দ খালিদ আহমেদ, নাজিবুল্লাহ জাদরান (আফগান্তিস্তান), নাঈম হাসান, মোহাম্মদ আশরাফু, রবিউল হক, ইয়াসির আলী, নাহিদুরজ্জামান, সাদমান ইসলাম।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি