বিরোধী দলের নেতাকর্মীদের উপর ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন চলছে: ডা: শাহাদাত হোসেন
প্রকাশিত : ১৭:৪০, ১৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৪০, ১৩ মার্চ ২০১৭
একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের উপর ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন চলছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা: শাহাদাত হোসেন।
বিকেলে নগরীর দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় চার্জ গঠনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। এসময় সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক কর্মকান্ডের অভিযোগ তোলেন তিনি। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করারও আহবান জানান ডা. শাহাদাত হোসেন। সমাবেশে নগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর-সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন