ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফার্গুসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ২৭ অক্টোবর ২০২১

কাফ ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের বোলিং অলরাউন্ডার লোকি ফার্গুসন। তার পরিবর্তে সুযোগ পেলেন রিজার্ভ হিসেবে থাকা আরেক ডানহাতি পেসার এডাম মিলনে। 

নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়, ‘ফার্গুসনের ডান-পায়ের পেশিতে চোট ধরা পড়েছে। এমআরআই স্ক্যানে দ্বিতীয় গ্রেডের ইনজুরি ধরা পড়েছে। সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে তার।’ 

বিশ্বকাপের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোলকাতা নাইট রাইডার্সের হয়ে ৮ ম্যাচে ১৩ উইকেট নেন ফার্গুসন।  

ফার্গুসনের বাদ পড়াটা দুঃখজনক অভিহিত করে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। তিনি বলেন, ‘টুর্নামেন্টের আগ মুহূর্তে ইনজুরিতে ফার্গুসনের ছিটকে পড়াটা খুবই দুঃখজনক। সে আমাদের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলো এবং ভালো ফর্মে আছে। তাকে হারানোটা আমাদের জন্য বড় ধাক্কা। পুরো দল সত্যিই তাকে মিস করছে।’

জাতীয় দলের হয়ে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে ২৮ উইকেট শিকার করেছেন ফার্গুসন। এ বছরের এপ্রিলে অকল্যান্ডে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ খেলেছেন এই ডান-হাতি পেসার।

এদিকে মিলনেকে দলে পেয়ে খুশি স্টেড। তিনি বলেন, ‘আমরা ফার্গুসনের পরিবর্তে মিলনেকে দলে পেয়ে ভাগ্যবান। দুই সপ্তাহ ধরে আমাদের সঙ্গে অনুশীলন করছে মিলনে।’
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি