ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বিশ্বকাপে আজ বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ৯ ফেব্রুয়ারি ২০২০

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশি যুবারা। 

সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামছে টুর্নামেন্টের দুই অপরাজিত দল বাংলাদেশ ও ভারত। ১৩তম যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পচেফস্ট্রুমে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

দুই দলই সেমিফাইনালে জিতে শিরোপার দুয়ারে এসেছে। আগের ম্যাচে জয় পাওয়ায় কোনো দলই উইনিং কম্বিনেশক ভাঙার কথা চিন্তা করছে না। তাছাড়া কোনো দলে ইনজুরি সমস্যাও নেই। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে দেখা যেতে পারে বাংলাদেশ-ভারতকে।

ফাইনালে টস ভাগ্যও ম্যাচ জয়ে প্রভাব ফেলতে পারে। তার কারণ যুব বিশ্বকাপের সবশেষ পাঁচ ফাইনালের মধ্যে চারবারই জিতেছে পরে ব্যাট করা দল। তার মানে টসও একটা বড় ফ্যাক্টর। তবে টস ভাগ্য যাই হোক ম্যাচ ভাগ্য বাংলাদেশের ফেবারে থাকুক সেই কামনাই করছেন টাইগারপ্রেমীরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: 

আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরি নিপুন, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, শাহিন আলম, রাকিবুল হাসান ও হাসান মুরাদ।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি