ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

বিশ্বকাপে এবার নজর কাড়তে পারেন যেসব ক্রিকেটার

প্রকাশিত : ১৫:৫৯, ২৯ মে ২০১৯ | আপডেট: ২২:৩০, ২৯ মে ২০১৯

বিশ্বকাপ, শুধু একটা ট্রফিই নয়। কোটি মানুষের স্বপ্ন। যে স্বপ্ন ছুঁয়ে কেউ হোন তারকা, কেউ বনে যান মহাতারকা। এবারের আসরে নজর কাড়তে পারেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।

গত কয়েক সিরিজ ধরে নিয়মিত রান পাচ্ছিলেন না সৌম্য সরকার। তবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে সবশেষ দুই ম্যাচে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দেন তিনি। পরে সেই ফর্ম ধরে রাখেন আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে। তিন হাফসেঞ্চুরি করে নিজেকে নিয়ে আসেন লাইমলাইটে। দ্রুত গতিতে রান তুলতে পারা সৌম্যের দিকেও তাই বিশেষ নজর থাকবে এবার।

গত চার বছরের পরিসংখ্যানে বর্তমান বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজুর রহমান। এমনকি সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। ৪৬ ওয়ানডেতে ৮৩ উইকেট কাটার মাস্টারকে নিয়ে এসেছে স্পটলাইটে। এছাড়া, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত হাফসেঞ্চুরির কারণে মোসাদ্দেক হোসেনও আছেন সেই তালিকায়।

এছাড়া জস বাটলার, বেন স্টোকসদের ভিড়ে ইংলিশদের কাছে এগিয়ে আছেন জনি বেয়ারস্টো। চলতি বছরে বেশ ধারাবাহিক দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। প্রোটিয়া উদ্বোধনী ব্যাটসম্যান ২০১৯ সালে ৮ ইনিংসে করেছেন ৪৬৯ রান।

আর ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ আছেন দুর্দান্ত ফর্মে। সবশেষ ১০ ইনিংসের চারটিতেই করেছেন সেঞ্চুরি।

এদিকে, বয়স নিয়ে বিতর্ক থাকলেও আফগানিস্তানের রশিদ খানের প্রতিভা নিয়ে দ্বিমত নেই কারো। তার লেগ স্পিনে বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল আসরে এসেছে আফগানরা। স্বাভাবিক কারণে তিনি আছেন স্পটলাইটে।

এছাড়া ইংল্যান্ডের জোফরা আর্চার, পাকিস্তানের হাসনাইনরা আন্তর্জাতিক মঞ্চে নতুন হলেও ইতিমধ্যে জানান দিয়েছেন নিজেদের আগমনী বার্তা। গেল আসরের সেরা বোলার মিচেল স্টার্কের সঙ্গে লাইমলাইটে থাকছেন আরেক অস্ট্রেলিয়ান প্যাট ক্যামিন্স।

ইংলিশ কন্ডিশনে তারকা হতে পারেন কিউই পেসার ট্রেন্ট বোল্টও। আর আনাড়ি স্কোয়াডে শ্রীলংকার ভরসা সুরঙ্গা লাকমল, এবার থাকবেন স্পটলাইটে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি