ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

বিশ্বকাপে কোহলির দলে ধোনিকে চাইলেন গাভাসকর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ৩১ অক্টোবর ২০১৮

ব্যাটে রান নেই৷ বাদ পড়েছেন টি-২০ থেকে৷ এই অবস্থায় মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ার সংকটে মনে হলেও জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ককে পরবর্তী বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার প্রয়োজন বলে মন্তব্য করলেন সাবেক ব্যাটসম্যান সুনীল গাভাসকর৷

আসছে মার্চে পর্দা উঠবে বিশ্বকাপ ক্রিকেটের। ২০১৯ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে বিরাট কোহলির দলে ধোনিকে দেখতে চান গাভাসকর।

কোনও রকম রাখঢাক না করে সানির স্পষ্ট মত, বিশ্বকাপে কোহলির প্রয়োজন পড়বে ধোনিকে৷ আর কিছু না হলেও ধোনির অভিজ্ঞতা কাজে লাগবে ভারতের বিশ্বকাপ অভিযানে৷

গাভাসকর বলেন, ৫০ ওভারের ক্রিকেটে পর্যাপ্ত সময় হাতে পাওয়া যায়৷ সবাই জানে ধোনির ছোটখাটো ফিল্ডিং পরিবর্তন, বোলারদের হিন্দিতে পরামর্শ দেওয়া কাকে কোথায় বল করতে হবে, কি ধরণের বল করা দরকরা প্রভৃতি কতটা কার্যকরী হয়ে দেখা দেয়৷ এটা বিরাটের কাছে অত্যন্ত ইতিবাচক দিক হিসেবেই বিবেচিত হওয়া উচিত৷

অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি টি-২০ ম্যাচ থেকে বাদ পড়লেও ধোনির টি-২০ ক্যারিয়ার যে শেষ, এমনটা ভাবার কোনও কারণ নেই৷ কেননা, নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ নিজেই জানিয়েছেন যে, দ্বিতীয় উইকেটকিপারের খোঁজ করার জন্যই এই ছ’টি ম্যাচে ধোনিকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

এর আগে টিম ইন্ডিয়ার আর এক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও গাভাসকরের মতোই ২০১৯ বিশ্বকাপে ধোনিকে টিম ইন্ডিয়ার প্রয়োজন বলে মতামত প্রকাশ করেছেন৷

তথ্যসূত্র: কলকাতা ২৪×৭

এমএইচ/একে/  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি