ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

বিশ্বকাপে ভালো কিছু করা সত্যিই কঠিন : রফিক

প্রকাশিত : ১০:২২, ২৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

মোহাম্মদ রফিক। দেশের এক সময়ের মাঠ কাঁপানো বাঁ-হাতি স্পিনার। ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচে ২০০৭ সালে এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিপক্ষে যিনি নিয়েছিলেন চার উইকেট। ১৯৯৯ সালে ইংল্যান্ডে বাংলাদেশের হয়ে প্রথম বিশ্বকাপ খেলা মোহাম্মদ রফিক এবারের বিশ্বকাপ নিয়ে বলেছেন ভিন্ন কথা। তিনি মনে করেন এবার প্রত্যাশা বেশি থাকলেও মাশরাফিদের জন্য কিছু করা কঠিন হবে। তবে নিজেদের ওপর আত্মবিশ্বাস রাখতে বললেন বাংলাদেশের অন্যতম সেরা এ বাঁ-হাতি স্পিনার।

১৯৯৯ সালে বাংলাদেশের হয়ে প্রথম বিশ্বকাপ খেলা সেই সময়ের অভিজ্ঞতা এবং এখনকার বাংলাদেশ দলের মধ্যে পার্থক্য করতে গিয়ে রফিক বলেন, ‘সেটা ছিল বাংলাদেশের প্রথম বিশ্বকাপ। বিশ্বকাপে অংশগ্রহণ করার আনন্দই ছিল আলাদা। তখন ফলাফল নিয়ে কেউ চিন্তা করেনি। নিজেদের বিশ্বকাপে দেখাই ছিল বড় ব্যাপার। এখন বেশ কয়েকটা বিশ্বকাপ খেলে বাংলাদেশ দল অনেক পরিণত। ভালো ফলের আশা করে বাংলাদেশ। কিন্তু ভালো কিছু করা সত্যিই কঠিন।’

তিনি বলেন, ‘বিশ্বকাপের নতুন ফরম্যাটে ভালো ফল করা শুধু বাংলাদেশের জন্য নয়, প্রত্যেকটা দলের জন্যই কঠিন হবে। তবে ম্যাচ হারলেও দলগুলো ফেরার জন্য সুযোগ পাবে। সেই সুবিধা বাংলাদেশের জন্যও থাকবে। প্রথমপর্ব পার করতে পারলে কাজ অনেকটা সহজ হয়ে যাবে।’

দলের পাঁচ সিনিয়র খেলোয়াড় মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহকে নিয়ে সবার অনেক প্রত্যাশা। এই পাঁচ ক্রিকেটার দলকে ভালো কিছু এনে দিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে রফিক বলেন, ‘এখানে সিনিয়র-জুনিয়র কোনো বিষয় নেই। তারা বেশি অভিজ্ঞ হওয়ায় দায়িত্ব নিতে হবে তাদের। কম্বিনেশন দাঁড় করানো গুরুত্বপূর্ণ। কম্বিনেশন দাঁড় করাতে পারলে বাংলাদেশেরও ভালো করার সম্ভাবনা প্রবল।’

 

ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতায় সেখানে বোলারদের ভূমিকা নিয়ে এই বাঁ-হাতি স্পিনার বলেন, ‘আমাদের সময় মুরালিধরনের মতো বড় মাপের স্পিনারও মার খেত। অনেক সময় তাদেরও অসহায় দেখাত। তাই ইংল্যান্ডের উইকেট বুঝে বল করা জরুরি। সেখানে ব্যাটসম্যানদের বেশি ভয়ঙ্কর দেখায়।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি