ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচটাও!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ২৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির খেলা চলছেই। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের পর আজ বৃষ্টির কারণে ভেস্তে গেল আফগানিস্তান-আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচটিও। 

এতেই গ্রুপ-১ এ আফগানরা রয়ে গেল পয়েন্ট টেবিলের তলানিতে। আর তিনটি করে ম্যাচে সমান ৩টি করে পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের পরেই জায়গা করে নিলো আইরিশরা। অস্ট্রেলিয়ার অবস্থান চারে।

চলতি বিশ্বকাপে এটা অস্ট্রেলিয়ার জন্য প্রথম ঘটনা হলেও বৃষ্টিতে দ্বিতীয়বারের মতো ভেসে গেল আফগানিস্তানের ম্যাচ। আর দ্বিতীয়বারের মতো পয়েন্ট খোয়ালো ইংল্যান্ড। এই বৃষ্টির সৌজন্যেই এমসিজিতে তো ইতিহাস গড়ে ফেলে আয়ারল্যান্ড। ইংল্যান্ডকে হারিয়ে দেয়া দলটি এবার আফগানিস্তান ম্যাচ থেকেও নিলো এক পয়েন্ট।

তারও আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নিশ্চিত পরাজয়ের ম্যাচেও পয়েন্ট পায় জিম্বাবুয়ে। যদিও ৯ ওভার ব্যাট করেছিল আরভিন-রাজারা। তবে মাত্র তিন ওভারে ৫১ রান তুলেও আর ব্যাটিংয়ের সুযোগ না পেয়ে নিশ্চিত জয় বঞ্চিত হয় কুইন্টন ডি কক-রা।

আর এদিন তো টস করতেই মাঠে নামতে পারেননি দুই দলের অধিনায়ক। শেষ পর্যন্ত মেলবোর্নের স্থানীয় সময় বিকেল ৪টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ১২টা ৩৩ মিনিট) ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন আম্পায়াররা।

এদিকে, একই মাঠে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলের। তবে বৃষ্টির কারণে এই ম্যাচটিও মাঠে গড়াতে পারেনি, হয়ে যায় পণ্ড!

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে এ নিয়ে চারটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলো। যার প্রথমটির সাক্ষী হয়েছিল দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে। দ্বিতীয়টির আফগানিস্তান-নিউজিল্যান্ড। 

আর শুক্রবারই তৃতীয় ও চতুর্থবার বৃষ্টির খেলা দেখলো আফগানিস্তান-আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। সামনে আরও কি আছে- সেটা সময়ই বলে দিবে।

তবে, এখনই এটা বল যায় যে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন ব্যাট-বলের নয়, এ যেন বৃষ্টির খেলা! এ যেন বৃষ্টিময় বিশ্বকাপ!

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি