ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাবরের ব্যাটে প্রতিরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ৬ আগস্ট ২০২০

টেস্টে ১৪তম ফিফটি পেয়েছেন বাবর আজম

টেস্টে ১৪তম ফিফটি পেয়েছেন বাবর আজম

ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বৃষ্টি বাগড়া দিয়েছে একাধিকবার। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আলোকস্বল্পতায় খেলা হয়েছে মাত্র ৪৯ ওভার। এরই মধ্যে দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ভয় পাইয়ে দিয়েছিল ইংলিশরা। কিন্তু বাবর আজমের ব্যাট প্রতিরোধ গড়ে তুলে। শান মাসুদকে সঙ্গে নিয়ে ভালো অবস্থানে থেকে দিন শেষ করেছে বাবর।

প্রথম দিন শেষে পাকিস্তানের স্কোর ৪৯ ওভারে ২ উইকেটে ১৩৯। বাবর পেয়েছেন টেস্ট ক্যারিয়ারে নিজের ১৪তম ফিফটি। ১০০ বলে ১১ চারে ৬৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি। ওপেনার শান মাসুদ ১৫২ বলে ৭ চারে ৪৬ রানে অপরাজিত আছেন।

দলীয় ৩৬ রানে প্রথম উইকেটের পতন ঘটে পাকিস্তানের। ওপেনার আবিদ আলিকে ১৬ রানে সাজঘরে ফিরিয়ে দেন জোফরা আর্চার। এরপর দলীয় ৪৩ রানে ফেরেন অধিনায়ক আজহার আলি। ক্রিস উকসের বলে ফেরেন তিনি। পাক দলপতিকে উইকেটে থিতুই হতে দেননি। ৬ বল খেলে ব্যক্তিগত স্কোরে কোনো রানই যোগ না করেই মাঠ ত্যাগ করতে হয়েছে আজহারকে।

এর পর তৃতীয় উইকেটে বাবর ও শান মাসুদ অপরাজিত থেকে এখন পর্যন্ত ৯৬ রান যোগ করেছেন। এই জুটি আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি