ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪

বৃষ্টির কারণে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত

প্রকাশিত : ১৭:১১, ৯ মার্চ ২০১৯

বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

ম্যাচের দ্বিতীয় দিন স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় মাঠ পরিদর্শন শেষে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচের দুই আম্পায়ার পল রাইফেল ও রুচিরা পাল্লিইয়াগুরুগে। তাই টস ছাড়া দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়ে যায়।

হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৫২ রানের ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড।

এসএইচ/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি