ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বৃষ্টির পর ফের খেলা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৩:৫১, ৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার সিরিজেরে একমাত্র টেস্টে ৩ উইকেট খুইয়ে ১২৬ সংগ্রহ সফরকারীদের। এর মধ্যেই বাধ সাধে বৃষ্টি। ফলে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ব্যাট-বলের টুকটাক। তবে বৃষ্টি শেষে ফের শুরু হয়েছে খেলা।

এর আগে লাঞ্চ বিরতি শেষে ৯ ওভার খেলা হওয়ার পরই শুরু হয় বৃষ্টি। ফলে বন্ধ হয়ে যায় খেলা।

এদিকে, স্বাগতিক স্পিনারদের সামনে বেশ চাপেই আছে আফগানরা। বৃষ্টি ঝরার আগে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান তুলতে পেরেছিল অতিথিরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটে ১২৬ রান করেছেন আফগানরা। হাফ সেঞ্চুরি করেছেন রহমত। অপর প্রান্তে ক্রিজে আছেন আসগর।

বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সকাল ১০টায়। টস হেরে ফিল্ডিং করছে টাইগাররা। প্রথম ওভার থেকে এক প্রান্তে তাইজুল ইসলামকে টানা বোলিং করান সাকিব আল হাসান। আর অধিনায়কের আস্থার প্রতিদানও দেন তিনি।

লাঞ্চ বিরতির ঠিক আগ মুহূর্তে আফগানিস্তানের তৃতীয় উইকেট তুলে নেয় টাইগাররা। মাহমুদউল্লাহ রিয়াদের বলে স্লিপে দারুণ এক ক্যাচ নেন সৌম্য সরকার। মাহমুদউল্লাহ’র আগে অবশ্য জোড়া আঘাতে বাংলাদেশ সাফল্য এনে দেন তাইজুল ইসলাম।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি