ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্তে দশটি স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় বেনাপোলের পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটক মনিরুল ইসলাম পুটখালী গ্রামের সাবুর আলীর ছেলে বলে জানা গেছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম বলেন, ভারতে সোনা পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবির টহল দল অভিযান চালায়। সেখানে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তার দেহ তল্লাশি করে দশটি স্বর্ণের বার পাওয়া যায়। এসব স্বর্ণের ওজন এক কেজি ৩৪০ গ্রাম, যার বাজার দর ৫০লাখ টাকা।

একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি