ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

বোলিংয়ে কিছু একটা করে দেখাতে চাইছিলাম: সাইফউদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ২৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:১৯, ২৫ অক্টোবর ২০১৮

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ একজন ব্যাটিং-পেস অলরাউন্ডার খুঁজছে তকে হয়তো পেয়ে গেছে টিম টাইগার তিনি আর কেউ ননতরুণ পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে অর্ধশতকের পর দ্বিতীয় ম্যাচে বল হাতে তিন উইকেট। প্রথম ম্যাচে কোনো উইকেট না পেলেও আক্ষেপ ঘুচিয়েছেন দ্বিতীয় ওয়ানডেতে। ওয়ানডে এবং সিরিজ জয়ের পর সাইফ সাংবাদিকদের বলেন, আমি বোলিংয়ে কিছু একটা করে দেখাতে চাইছিলাম। দলে টিকে থাকতে হলে আমাকে বোলিংয়েই প্রমাণ দিতে হবে।

সাইফউদ্দিন বলেন, ‘আমি মনে মনে চাইছিলাম, মাশরাফি ভাই আমাকে আরেকটু জলদি আক্রমণে নিয়ে আসুক। সেই সুযোগ এনে দেওয়ায় তাঁকে ধন্যবাদ।  আমি রুবেল ভাই অসুস্থ থাকায় সুযোগ পেয়েছি। তবে ভিন্ন কিছু করে নজরে আসার চেষ্টা ছিল।’

বাংলাদেশ দলে অনেক দিন পর ফিরে আসা সাইফউদ্দিন গতকাল বুধবার চট্টগ্রামে বল হাতে তিন উইকেট পেয়েছেন ৪৫ রানের বিনিময়ে, যার মধ্যে একটি ওভার রানশূন্য! আর এতেই ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন এই বোলিং অলরাউন্ডার।

সাইফউদ্দিন খেলেছেন ছয়টি টি-টোয়েন্টি। এর মধ্যে পচেফস্ট্রুমে ডেভিড মিলারের কাছে এক ওভারে পাঁচ ছক্কা হজম করেছিলেন সাইফউদ্দিন। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ওয়ানডেতে এমন চমক দিয়ে তাক লাগিয়েছেন তিনি। ড্যাশিং ওপেনার তামিম ইকবাল কিংবা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়াও তরুণরা যেভাবে দ্যুতি ছড়াচ্ছে, তাতে খুশি নির্বাচকরাও। তবে, ভালো পারফর্ম করে দলে সাইফউদ্দিন আবারও নিয়মিত মুখ হয়ে উঠবেন কি না, সেটিই এখন দেখার বিষয়। 

আরো এগিয়ে যেতে চান বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। তিনি বলেন, ‘আমার প্রধান কাজ বোলিং। উইকেট পেলে বা কম রান দিলে ভালো লাগে। ব্যাটিং করতেও স্বচ্ছন্দবোধ করি। এখানে রান এবং উইকেট পেয়ে ভালো লেগেছে।’

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি