ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বয়সের কাছেই হারলেন ভেনাস : শিরোপা মুগুরুসার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ১৫ জুলাই ২০১৭ | আপডেট: ২০:০৯, ১৭ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

সবচেয়ে বেশি বয়সী মহিলা খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়তে পারলেন না ভেনাস উইলিয়ামস। যেন বয়সের কাছেই হেরে গেলেন তিনি। তাকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছেন গার্বিনে মুগুরুসা।

সেন্টার কোর্টে ফাইনালের শনিবার প্রথম সেটে লড়াইটা হয় তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু দ্বিতীয় সেট থেকে বোঝা যায় বয়সের কাছে হারতে যাচ্ছেন তিনি। পরে দুটো সেটে দাঁড়াতেই পারেননি ৩৭ বছর বয়সী ভেনাস। ৭-৫, ৬-০ পয়েন্টে জয় তুলে নেন মুগুরুসা।

২৩ বছর বয়সী মুগুরুসার এটা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। ২০১৬ সালের ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত মুগুরুসা বলেন, “ভেনাসের বিপক্ষে আজ সবচেয়ে কঠিন ম্যাচটি খেলেছি আমি। সে অবিশ্বাস্য এক খেলোয়াড়। তার খেলা দেখে আমি বড় হয়েছি- দুঃখিত। অবশ্যই আমি নার্ভাস কারণ সবসময় আমি এটা জয়ের স্বপ্ন দেখেছি।”

এর আগে ২০১৫ উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন মুগুরুসা; কিন্তু সেবার ভেনাসের ছোটো বোন সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান তিনি।

২০০৮ সালে গ্র্যান্ড স্ল্যামে সাতবারের চ্যাম্পিয়ন ভেনাস সবশেষ শিরোপাটি জিতেছিলেন এখানেই। সুযোগ ছিল গ্র্যান্ড স্ল্যামে নয় বছরের শিরোপা খরা কাটানো। কিন্তু লক্ষ্যপূরণের খুব কাছে গিয়েও হতাশা নিয়ে ফিরতে হচ্ছে পাঁচবারের উইম্বলডন চ্যাম্পিয়নকে।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি