ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

‘ভাইরাল’ ধোনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ২ আগস্ট ২০১৯

বিশ্বকাপের দ্বাদশ আসর শেষ হওয়ার পরই ক্রিকেট থেকে সাময়িক অবসর নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান  মহেন্দ্র সিং ধোনি৷ দু’মাস ক্রিকেট থেকে বিশ্রাম নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নেন বিশ্বকাপ জয়ী এ ভারতীয় অধিনায়ক। 

গত মঙ্গলবার (৩০ জুলাই) শ্রীনগরে ১০৬ নম্বর টেরিটোরিয়াল ব্যাটেলিয়নে যোগ দিয়েছেন তিনি৷ এসময় সেনা পোশাকেই ব্যাটে অটোগ্রাফ দিতে দেখা গিয়েছে তাকে। আর সেই ছবি যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

৩১ জুলাই থেকে ১৫ অগস্ট পর্যন্ত আর্মির ভিক্টর বাহিনীর হয়ে কাশ্মীর উপত্যকায় টহলদারি, পাহারা ও পোস্ট সামলানোর দায়িত্ব সামলাবেন আর্মির প্যারাশ্যুট ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল (সাম্মানিক) ধোনি। এই মুহূর্তে দক্ষিণ কাশ্মীরের টেরিটোরিয়াল আর্মির সঙ্গে রয়েছেন ৩৮ বছরের টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান৷ এ সময়টায় একজন সাধারণ সৈনিকের মতোই জীবনযাপন করবেন ধোনি৷

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় কোহলিরা। বিশ্বকাপের আগে অনেকের ধারণা ছিল, বিশ্বকাপের পর হয়তো স্থায়ী অবসর নিবেন ভারতীয় উইকেটরক্ষক। ভারতের বিদায়ের পর থেকেই ধোনির অবসর নিয়ে ওঠে নানা গুঞ্জন। আসন্ন ক্যারিবিয়ানদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে ভারতীয় দলের বিমানে উঠবেন কিনা তা নিয়ে সংশয়ের শেষ ছিল না। কিন্তু সফরের দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে বোর্ডকে জানিয়ে দেন আগামী দু’মাস ক্রিকেটকে অবসর নিতে নিবেন তিনি। 

ক্যারিবিরায় সফরে বিরাট-রোহিতরা যখন ২২ গজের লড়াইয়ে নামবেন তখন কাশ্মীরে দেশের নিরাপত্তা সামলাবেন তিনি৷ ২০১১ দেশকে বিশ্বকাপ জেতানোর পর ভারতীয় সেনার তরফে ধোনিকে এই সম্মান প্রদান করা হয়। ২০১৫ আগ্রায় সেনার এয়ারক্র্যাফটের প্রশিক্ষণে পাঁচটি প্যারাশুট জাম্প সম্পূর্ণ করেন ধোনি। একইসঙ্গে একজন কোয়ালিফায়েড প্যারাট্রুপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন বিশ্বজয়ী অধিনায়ক।

ধোনির ট্রেনিং প্রসঙ্গে সেনা প্রধান বিপিন রাওয়াত বলেন, ‘কোনও সাধারণ ভারতীয় নাগরিক সেনার উর্দি পরলে, যে কর্তব্য পালন করে, ধোনিকেও সেটা করতে হবে৷ আমরা জানি ধোনিও তার দায়িত্ব ঠিকভাবে পালন করবে৷’ 

কাশ্মীরে ধোনির পাহারা দেওয়া প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে৷ এ নিয়ে সেনা প্রধান বক্তব্য ছিল, ‘ধোনিকে রক্ষা করার কোনও দরকার নেই। বরং ওই সাধারণ নাগরিকদের রক্ষা করবে।’

সূত্র: কোলকাতা ২৪

আই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি