ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ভারতকে কাঁপিয়ে দিচ্ছে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪০, ৭ আগস্ট ২০১৯

ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে রীতিমত দাপট দেখিয়ে চলেছে টাইগার যুবারা। সিরিজে স্বাগতিকদের বিপক্ষে চার ম্যাচ খেলে একটিতেও হারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অপর দল ভারতের সঙ্গে টেক্কা দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে জুনিয়র টাইগাররা। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হয়েও দাপট দেখাচ্ছে যুবারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছে ভারত। অধিনায়ক শুভাং হেগডে ৪৮ রানে এবং করণ লাল ৫ রানে ক্রিজে আছেন।

ফাইনালের রিহার্সেল এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক শুভাং হেগডে। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই যুবা টাইগার শামিম হোসেন, অভিষেক ও শরিফুল ইসলামদের তোপের মুখে পড়ে ভারতীয়রা। 

দলীয় ৭ রানের মাথায় ওপেনার তিলক ভারমাকে সরাসরি বোল্ডে ফেরান অভিষেক দাস। সেই শুরু, ভারতের টপ অর্ডার ও মিডল অর্ডারকে সেভাবে দাঁড়াতেই দেননি বাংলাদেশি বোলাররা।

নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকায় ১০৮ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় ভারত অনূর্ধ্ব-১৯ দল। তবে সপ্তম উইকেটে কিছুটা ঘুরে দাঁড়ায় ভারতের যুবারা। আটে ব্যাট করতে নামা দিভিয়াশ সাক্সেনাকে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন অধিনায়ক শুভাং হেগডে। 

তবে অভিষেকের দ্বিতীয় শিকার হয়ে সাক্সেনা (৩৭) ফিরলে ৭ উইকেটে ১৮১ হয়ে যায় ভারতের স্কোর। এরপর বৃষ্টি হানা দিলে দৌড়ে মাঠ ছাড়েন উভয় দলের খেলোয়াড়রা। বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার শুরু হয়। 

ভারতের পতন হওয়া সাত উইকেটের মধ্যে তিনটি নিয়েছেন টাইগার যুবা শামিম হোসেন। ২টি নিয়েছেন অভিষেক দাস। আর শরিফুল ইসলাম ও শাহিদ আলম নিয়েছেন ১টি করে উইকেট।

এনএস/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি