ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

যুব এশিয়া কাপ ফাইনাল

ভারতকে ১০৬ রানে গুটিয়ে দিল টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ১৪ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৬:৩২, ১৪ সেপ্টেম্বর ২০১৯

ত্রিদেশীয় টুর্নামেন্টে ট্রফি খরা মেটাতে যুব এশিয়া কাপের ফাইনাল আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। 

টস জিতে আগে ব্যাট করতে নেমে মৃত্যুঞ্জয় ও শামীমের বোলিং তোপে ৩২ দশমিক ৪ ওভারে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। 
দলের পক্ষে সর্বোচ্চ করন লাল ৩৭ ও জুরেল ৩৩ রান করেন। বাংলাদেশের পক্ষে মৃত্যুঞ্জয় চৌধুরী ও শামীম হোসাইন ৩টি করে উইকেট নেন। এছাড়া, তানজিম ও শাহিন একটি করে উইকেট লাভ করেন। 

গত এশিয়া কাপের সেমিফাইনালে এই ভারতের মুখোমুখী হয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে জয়ের বন্দরে এসেও তরী ডুবিয়েছিল যুবারা। এ ম্যাচে বোলাররা তাদের কার্যকারিতার প্রমাণ দিয়েছেন। এবার ব্যাটসম্যানদের পালা। ফলে, বলাই যায় আরেকটি ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি