ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

ভারতে নির্মাণাধীন ব্রিজ আচমকাই ভেঙে পড়ল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ২৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতে দক্ষিণ ২৪ পরগণার কালনাগিনী খালের উপর স্টিমার ঘাটের কাছে নির্মাণাধীন একটি ব্রিজ আচমকাই ভেঙে পড়েছে।

সোমবার সকালে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগে ব্রিজটিতে ফাটল ধরা পড়ে।

প্রশাসনকে এবিষয় অবহিত করার পরেও কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রিজটি ধসে পড়ায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

আর আগে পোস্তা এবং শিলিগুড়িতেও একই ভাবে নির্মাণাধীন ব্রিজ ভেঙে পড়েছিল। মৃত্যু হয়েছিল অনেকের। আর সম্প্রতি মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ায় তিনজনের মৃত্যু হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি