ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:১৭, ১৯ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপে ভারত গত বছরের চ্যাম্পিয়ন। হংকংকে প্রথম ম্যাচে উড়িয়ে রোহিতদের হুঙ্কার দিয়ে রেখেছে আশরাফরা। ‘হাই ভোল্টেজ ম্যাচ’ ভারতকে প্যাঁচে ফেলতে কোন এগারো জনকে খেলাতে পারে পাকিস্তান।

ইমাম-উল-হক

পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক তো থাকবেনই। ব্যাটিং অর্ডারের সবচেয়ে বড় ভরসা তিনি। হংকংয়ের ম্যাচে তার অর্ধ শতকের হাত ধরেই পাকিস্তান ম্যাচ জিতেছে।

ফখর জ়ামান

আগের ম্যাচে ভাল না খেললেও ওপেনিং জুটির অন্যতম এই ব্যাটসম্যান ভারতের বিরুদ্ধে খেলবেন বলেই মনে করা হচ্ছে।

বাবর আজম

গত ম্যাচে করেছেন ৩৩ রান। তবে যথেষ্ট ভরসাযোগ্য তিনি। ভারতের বিরুদ্ধে খেলার কথা এই ক্রিকেটারেরও।

শোয়েব মালিক

পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের অভিজ্ঞতা বড় ভরসা এই দলের কাছে। তাকে বাদ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

সরফরাজ আহমেদ

দলের ক্যাপ্টেন হিসেবে বেশ আত্মবিশ্বাসী। নতুন বল নিয়ে ভাল বোলিংয়ের ভাবনায় খেলাতে চান দলকে। ভারতের বিরুদ্ধে জেতার জন্য মরিয়া। আর সেই আত্মবিশ্বাসটাই ছড়িয়ে দিচ্ছেন বাকিদের মধ্যে।

আসিফ আলি

পাকিস্তানের এই ডান হাতি অলরাউন্ডার লোয়ার মিডল অর্ডারের ভরসা। তিনি কিন্তু বোলার হিসাবেও খুব একটা খারাপ নন।

শাদাব খান

হংকংয়ের বিরুদ্ধে ভালই খেলেছেন এই লেগ স্পিনার। পেয়েছেন দুই উইকেটও।

ফাহিম আশরফ

পাকিস্তানের তরুণ এই অলরাউন্ডার আগের ম্যাচে পেয়েছেন একটি উইকেট। ব্যাট হাতেও ওয়ান ডে-তে সাফল্য পেয়েছেন তিনি।

মহম্মদ আমির

সাত ওভার বল করেও পাননি কোনও উইকেট। ভারতের বিরুদ্ধে আমির জ্বলে উঠবেল বলেই মনে করা হচ্ছে। দলে তার থাকার সম্ভাবনা যথেষ্টই।

হাসান আলি

পেল বোলার হাসান আলি দাপট দেখিয়েছেন গত ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে। পেয়েছেন দুই উইকেট। দলে তার থাকার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।

উসমান খান

বাঁহাতি পেসার উসমান গত ম্যাচে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। তিনটি উইকেট পেয়েছেন। ভারতের ব্যাটিং লাইনে ধস নামাতে পাকিস্তান তাকে নামাবেই।

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি