ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ভালেন্সিয়ার জালে বার্সার ৫ গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল করলেন লুইস সুয়ারেজ। বল পায়ে মুগ্ধতা ছড়িয়েছেন আনসু ফাতিও। জ্বলে উঠলেন বার্সার আরেক তরুণ তুর্কি ফ্রেংকি ডি ইয়ংও। জালের দেখা পেয়েছেন জেরার্ড পিকেও। ম্যাচ জুড়ে দাপুটে ফুটবলে ভালেন্সিয়াকে উড়িয়ে জয় ছিনিয়ে আনে বার্সেলোনা।

শনিবার রাতে ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচটিতে ভ্যালেন্সিয়াকে ৫-২ গোলে হারিয়েছে এরনেস্তো ভালভেরদের দল। চার ম্যাচে বার্সার এটি দ্বিতীয় জয়।

ঘরের মাঠে আনসু ফাতি ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভ্যালেন্সিয়ার জালে বল পাঠান। ডি ইয়ংয়ের বাড়ানো বল পেয়ে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করতে ভুলেননি তিনি।

ম্যাচের সপ্তম মিনিটে ফাতি বল এগিয়ে দেন ডি ইয়ংকে, আর ডিয়ং তা ঠিকই প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন।

এর পর ম্যাচের ২৭তম মিনিটে গোল পেয়ে যায় অতিথিরা। ভ্যালেন্সিয়ার হয়ে প্রথম গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড কেভিন গামেইরো। বল পোস্টে লেগে ভিতরে ঢোকে।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১তম মিনিটে তৃতীয় গোলের দেখা পায় কাতালানরা। আতোয়া গ্রিজম্যানের জোড়ালো শট গোলরক্ষকের হাতে লেগে গোল বারে লেগে ফিরে আসে। ফিরতি বল জালে পাঠান জেরার্ড পিকে।

বদলি হিসেবে মাঠে নামা লুইজ সুয়ারেজ প্রথম মিনিটেই গোলের দেখা পান। ম্যাচের ৬১তম মিনিটে আর্থারের পাস থেকে ডি বক্সের বাহির থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এই উরুগুয়ের স্ট্রাইকার।

এরপর ম্যাচের ৮২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সুয়ারেজ। গ্রিজমানের ছোট পাস ডি-বক্সে পেয়েই প্রথম ছোঁয়ায় জোরালো শটে কাছের পোস্ট দিয়ে বল লক্ষ্যে পাঠান অভিজ্ঞ ফরোয়ার্ড।

ম্যাচের অতিরিক্ত সময়ে ভ্যালেন্সিযার ম্যক্সি গোমেজ একটি গোল করলেও তা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া কোনও কাজে আসেনি।

এই জয়ে চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে বার্সেলোনা। শীর্ষে থাকা আতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৯। রিয়াল মাদ্রিদ ৮ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। আর তৃতীয় স্থানে থাকা আথলেটিক বিলবাওয়ের পয়েন্টও ৮।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি