ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ভিয়ারিয়ালকে হারিয়ে শীর্ষে বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ৩ ডিসেম্বর ২০১৮

আগের দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়ার পর লা লিগায় দুঃসময় কাটিয়ে উঠল বার্সেলোনা। কিন্তু ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি তারা। তবে জেরার্দ পিকে ও তরুণ মিডফিল্ডার কার্লেস আলেনার গোলে সহজ জয় পেয়েছে কাতালান ক্লাবটি।

রোববার কাম্প নউয়ে ২-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরে কাতালান জায়ান্টরা।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের অষ্টম মিনিটে প্রথমবার গোলমুখে শট নেন লিওনেল মেসি। কিন্তু শটটি ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান ভিয়ারিয়াল গোলরক্ষক। এর পাঁচ মিনিট পর জেরার্দ মোরেনোর শট পোস্টে লাগলে উল্টো বেঁচে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৩৬তম মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় বার্সার। দেম্বেলের কর্নার থেকে জেরার্দ পিকের দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন পিকে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর ৭০তম মিনিটে আর্তুরো ভিদালকে বসিয়ে তরুণ মিডফিল্ডার কার্লেস আলেনাকে মাঠে নামান কোচ। এর পর ম্যাচের ৮৭তম মিনিটে মেসির রক্ষণচেরা পাস ধরে ডি-বক্সে ঢুকে চিপশটে বল ঠিকানায় পাঠান বার্সেলোনার ‘বি’ দল থেকে উঠে আসা ২০ বছর বয়সী স্প্যানিশ এই মিডফিল্ডার। বল গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়। এতে তিন ম্যাচে প্রথম জয়ের মুখ দেখে বার্সা।

এই জয়ে ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে উঠল বার্সা। সেভিয়া ২৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আতলেতিকো মাদ্রিদ ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আছে আলাভেস। ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি