ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ভ্যালাদোলিদকে ২-০ গোলে হারাল ভিয়ারিয়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ৩ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

স্প্যানিশ লা লিগায় রিয়েল ভ্যালাদোলিদকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো ভিয়ারিয়েল। 

সোমবার (২ নভেম্বর) নিজেদের মাঠ এস্তাদিও দে লা সিরামিকায় ২১ মিনিটে চুকউয়েজের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়েল। এরপর ৩৭ মিনিটে টোরেস গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় তারা।

বাকি সময়ে আর কোন গোল না হলে ২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভিয়ারিয়েল।

এই জয়ে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। সমান ম্যাচে ভ্যালাদোলিদের সংগ্রহ ৩ পয়েন্ট।  আর ১৭ পয়েন্ট নিয়ে সবার উপড়ে রিয়েল সোসিয়েদাদ। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়েল মাদ্রিদ।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি