মরক্কোকে হারিয়েছে নেদারল্যান্ডস
প্রকাশিত : ১০:৫৯, ১ জুন ২০১৭ | আপডেট: ১১:৫৭, ১ জুন ২০১৭
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মরক্কোকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে নেদারল্যান্ডস।
প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ম্যাচের প্রথমার্ধে ১-০তে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ২২ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন মিডফিল্ডার কুইন্সি প্রোমেস। দ্বিতীয়ার্ধেও নিজেদের আক্রমণের গতি ধরে রাখে তারা। ৬৮ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান ফরোয়ার্ড ভিনসেন্ট জ্যানসন। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে মরক্কো। ৭২ মিনিটে মরক্কোর হয়ে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার বোসুফা। শেষ পর্যন্ত আর গোল না হলে ২-১ ব্যবধানে মাঠ ছাড়ে দুদল।










