ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

মরগানের চোটে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা

প্রকাশিত : ২২:৩৬, ২৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠবে আগামি ৩০ মে। আসন্ন বিশ্বকাপে শিরোপার জন্য ফেভারিট ভাবা হচ্ছে স্বাগতিক ইংল্যান্ডকে। আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়েও এক নম্বর অবস্থান তাদের। কিন্তু হঠাৎ টুর্নামেন্ট শুরুর আগেই বড় একটা ধাক্কা খেল তাদের বিশ্বকাপের স্বপ্ন। শিরোপা জয়ে তাদের অন্যতম ভরসা ছিল অধিনায়ক ইয়ন মরগানের উপর। কিন্তু বড় ধরণের চোট পেয়েছেন বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগমুহূর্তেই।

শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে অনুশীলনের সময় এই চোট পেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। স্লিপে ক্যাচ প্র্যাকটিসের সময় বাম হাতের তর্জনীতে আঘাত লেগেছে তার। এরপর ব্যথায় কাতরাতে কাতরাতে দ্রুত মাঠ ছেড়ে চলে যান মরগান।

চোট পাওয়া আঙ্গুলে এক্স-রে করানো হয়েছে ইতিমধ্যেই। চোট কতটা গুরুতর, সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাতে পারেনি ইংল্যান্ডের টিম ম্যানেজম্যান্ট। তবে মরগানের ফিরে আসার ব্যাপারে আশাবাদী তারা।

ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াডে থাকা অন্যতম সদস্য লিয়ম ডয়সন বলেন, ‘আমার কাছে মনে হয় না খুব খারাপ কিছু। কিন্তু দেখা যাক কি হয়। আশা করি সে ফিট থাকবে এবং বিশ্বকাপ খেলবে।’

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি