ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

মাঠে নামছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ২৩ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৭:৫৯, ২৩ এপ্রিল ২০১৭

এল ক্ল্যাসিকো- স্প্যানিশ ফুটবলের আকর্ষণীয় দ্বৈরথ। আর আজকের মহারণের ফলাফলে অনেকটাই নির্ভর করছে লা লিগার শিরোপাও। এমন টান টান উত্তেজনার সমীকরণ সামনে রেখে মাঠে নামছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে বহুল প্রতীক্ষীত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১ টায়।
এল ক্ল্যাসিকো মানেই বাড়তি রোমাঞ্চ; ধ্র“পদী ফুটবলের শৈল্পিক লড়াই। চিরপ্রতিদ্বোন্ধি দুই ক্লাবের দুই তারকা রোনালদো ও মেসির দ্বৈরথও কম নয় সমর্থকদের কাছে। আজকের ম্যাচে অনেকটাই ফুরফুরে মেজাজেই মাঠে নামছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ৩১ খেলায় ৭৫ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে তারাই। আর এল ক্ল্যাসিকো জিতলেই ট্রফিটা প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের। যদিও তা মানতে নারাজ কোচ জিদান। বলছেন, এর পরেও আরো ৬ ম্যাচ বাকি থাকবে তাদের। সবগুলো ম্যাচই জিততে চান রিয়ালের ফরাসী বস।
এদিকে এক ম্যাচ বেশি খেলে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। তার উপর নিষেধাজ্ঞার কারণে অনিশ্চিত নেইমার। এমন বাস্তবতায় মাঠে নামতে হচ্ছে লুইস এনরিকের বার্সাকে। ভরসার পুরোটা তাই রাখতে হচ্ছে মেসি ও সুয়ারেজের উপরই। এ ম্যাচে ২ গোল করতে পারলেই মেসি স্পর্শ করবেন অনন্য এক উচ্চতা। বার্সেলোনার হয়ে ৫০০ গোল করার মাইলফলক গড়বেন তিনি। তাছাড়া এ ম্যাচে জয় দিয়ে শিরোপা লড়াইয়েও ফিরতে চান কোচ এনরিকে।
দু’দলের ২৩২ বারের মুখোমুখি লড়াইয়ে রিয়াল জিতেছে ৯৩ ম্যাচ আর ৯০ ম্যাচে জয় বার্সেলোনার। বাকি ৪৯ ম্যাচ অমিমাংসিত।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি