ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মাথায় বলের আঘাতে আম্পায়ারের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২৯ নভেম্বর ২০১৯

ক্রিকেট মাঠে বলের আঘাতে ব্যাটসম্যানের আহত হওয়া, এমনকি মৃত্যুর অনেক ঘটনাও ঘটেছে। তবে শুধু ক্রিকেটাররাই নয়, মাথায় বল লেগে পরপারে পাড়ি জমানোর ঘটনা ঘটছে আম্পায়ারদেরও।

এবার আরেকজন আম্পায়ার পড়লেন এই নির্মম মৃত্যুর কবলে। যুক্তরাজ্যের ওয়েলসের স্থানীয় এক ক্রিকেট ম্যাচে মাথায় বলের আঘাতে মৃত্যু হয়েছে জন উইলিয়ামস নামের ৮০ বছর বয়সী এক আম্পায়ারের।

জানা যায়, গত জুলাই মাসে ম্যাচ পরিচালনার সময় বল লেগেছিল মাথায়। সেই আঘাতে চলে গিয়েছিলেন কোমায়। দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানেন প্রবীণ এই আম্পায়ার। তার মৃত্যু আদৌ নাকি বার্ধক্যজনিক কারণে হয়েছে, তা জানতে সম্প্রতি তদন্ত হয়। মৃত্যুর তিন মাস পর গতকাল বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন প্রকাশ পায়। আর এই তদন্তে উঠে আসল, বলের আঘাতই ছিল তার মৃত্যুর কারণ।

উল্লেখ্য, ২০১৪ সালে ঘরোয়া ক্রিকেটে বলের আঘাতে দুদিন কোমায় থেকে মারা যান অস্ট্রেলিয়ার প্রয়াত ব্যাটসম্যান ফিল হিউজ। এর আগে ২০০৯ সালে ফিল্ডারের থ্রো বল মাথায় লেগে ওয়েলসেরই নিথ পোর্ট টেলবোটের আম্পায়ার এলকউইন জেনকিনসের মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি