ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

মাদক উদ্ধারের তথ্য গোপন, বরখাস্ত ৬ পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

মাদকদ্রব্য উদ্ধারের তথ্য গোপন করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের উপপরিদর্শকসহ ৬ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া ছয় পুলিশ সদস্য হলেন- কসবা থানার উপপরিদর্শক শ্যামল মজুমদার ও মনির হোসেন, সহকারী উপপরিদর্শক ফারুক ও সালাউদ্দিন, কনস্টেবল কাসেম ও শাহজাহান।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, মঙ্গলবার সকালে কসবা উপজেলা টিআলী মোড় থেকে গাঁজা এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ দুটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। মাদক চালান উদ্ধার হওয়ার পর ওই ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় সরকারি দায়িত্ব অবহেলাসহ প্রশাসনিক কারণে তাদের বরখাস্ত করা হয়।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন পুরো বিষয়টির তদন্ত করছেন বলেও জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি