ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

মার্কিন যুদ্ধজাহাজকে সতর্ক করলো চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ২৩ মার্চ ২০২৩

দক্ষিণ চীন সাগরে থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজকে বেইজিংয়ের জলসীমা থেকে চলে যাওয়ার জন্য সতর্ক করেছে চীনা সামরিক বাহিনী।

বৃহস্পতিবার এই তথ্য জানায় চীনের পিপলস লিবারেশন আর্মি।

চীন প্রায় গোটা দক্ষিণ চীন সাগরের উপর সার্বভৌমত্ব দাবি করে আসছে। যদিও আন্তর্জাতিক আদালতের রায়ে এই দাবির কোনো আইনি ভিত্তি নেই। 

কৌশলগত কারণে এই জলপথের মাধ্যমে বছরে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়। 

ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ব্রুনাই সকলেই সাগরে ওভারল্যাপিং মালিকানা দাবি করে আসছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে এই জলপথে যুদ্ধজাহাজ মোতায়েন করে।  

চীনের পিপলস লিবারেশন আর্মি’র (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মিলিয়াস বৃহস্পতিবার প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে জলপথে প্রবেশ করে। 

মুখপাত্র তিয়ান জুনলি বলেছেন, পিএলএ সমুদ্রে যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমানের মাধ্যমে ‘আইন অনুসারে মার্কিন যুদ্ধ জাহাজটি ট্র্যাক করেছে এবং এটিকে চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।’

তিনি বলেন, জাহাজটি চীনা সরকারের অনুমতি ছাড়াই চীনের ভূখণ্ডের জলসীমায় অনুপ্রবেশ করেছে। এটি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ক্ষতি করেছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চীনা কর্তৃপক্ষ সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করেছে। যার মধ্যে কিছু সামরিক সুবিধা এবং রানওয়ে রয়েছে। (বাসস)

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি