মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ১
প্রকাশিত : ১৪:৫১, ১৫ মার্চ ২০১৮
 
				
					বান্দরবানের আলীকদমের সীমান্ত পেরিয়ে মিয়ানমারে যাওয়ার সময় স্থলমাইন বিস্ফোরণে পাওয়াই ম্রো (৪৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ৪ ছেলে-মেয়ে।
গতকাল বুধবার রাতে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম রালাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আজ বৃহস্পতিবার সকালে কুরুক পাতা সেনাবাহিনী ক্যাম্পে চিকিৎসা দেওয়া হয়।
আহতরা হলেন, পাওয়াই ম্রোর স্ত্রী চংরে ম্রো (৩৫) ও তাদের শিশু সন্তান তংরুং ম্রো (২),তনকো ম্রো (৩), ইয়া ইয়ং ম্রো (৫) ও সিতু ম্রো (৯)।
বান্দরবান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত পেরিয়ে সপরিবারে মিয়ানমারে যাওয়ার সময় মাইন বিস্ফোরণে পাওয়াই ম্রো নামে এক ব্যক্তি মারা গেছেন। খবর পেয়ে সেনা সদস্যরা সেখানে গিয়ে আহতদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে কুরুকপাতা সেনাবাহিনী ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, একটি দালাল চক্রের প্রলোভনে কিছু পাহাড়ি পরিবার গোপনে সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমারে চলে যাওয়ার চেষ্টা করছে।
এ কে// এআর
আরও পড়ুন
 
				        
				    






























































