ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মিয়ানমারের সেনাদের রোহিঙ্গা গণহত্যা পূর্ব পরিকল্পিত: যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০১৮

পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিয়ানমারের সেনারা রোহিঙ্গাদের ওপর গণহত্যাসহ অত্যাচার-নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।

বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের প্রায় এক হাজারেরও বেশি নারী ও পুরুষের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি করা হয়েছে।

বিশ পৃষ্ঠার প্রতিবেদনটিতে মিয়ানমার কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থার কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

গত বছরের ২৪ আগস্ট কয়েকটি পুলিশ চেকপোস্টে রোহিঙ্গা বিদ্রোহীরা হামলা চালায়। এর পরের দিন থেকে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।

সেনাদের নিপীড়ন থেকে প্রাণে বাঁচতে সাত লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে নাফ নদী পেয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বিভিন্ন সময় সহিংসতার শিকার আরো চার লাখ রোহিঙ্গা তার আগে থেকেই বাংলাদেশের কক্সবাজারে অবস্থান করছে।

পৃথিবীর অন্যান্য দেশগুলো যেখানে উদ্বাস্তু-শরনার্থদের দরজা বন্ধ করে দিচ্ছে সেখানে বাংলাদেশ নিপীড়ন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার এক অনন্য নজির স্থাপন করে।

এর আগে এক প্রতিবেদনে রোহিঙ্গা নিধনযজ্ঞকে জাতিগত নির্মূল অভিযান বলে আখ্যায়িত করে জাতিসংঘ।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি