ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

‘মুখ্যমন্ত্রী হতে চান সৌরভ’

প্রকাশিত : ১০:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

আসন্ন বিশ্বকাপের বাইশ গজে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে কি না, সেটা সময়ই বলবে৷ আপাতত মাঠের বাইরে কথার লড়াই জমিয়ে দিলেন ওয়াঘার ওপারের প্রাক্তন পাক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ৷

পুলওয়ামায় ভারতীয় সেনার উপর জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দায় ফেটে পড়েছে ভারতের সব মহল৷ পাক মদতপুষ্ট জঙ্গিদের নিশানায় ভারতের ৪০ জওয়ানের প্রাণ গেছে বলে অভিযোগ৷ এরপরই বন্ধু ইমরানকে ‘নয়া পাকিস্তান’-এর এহেন রূপ নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাভাসকর৷ শুধু সুনীলই নন, ক্রিকেটমহলের প্রত্যেকেই পুলওয়ামা কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন৷ অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে স্বভাবসিদ্ধ সেপআউটে বল মাঠের বাইরে পাঠিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর প্রতিক্রিয়ায় মহারাজ বলেন, ‘শুধু ক্রিকেট নয়৷ সব ধরনের খেলাতেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ছিন্ন করা উচিত৷’

বাইশ গজের প্রাক্তন চিরপ্রতিদ্বন্দ্বী অধিনায়ক সৌরভের এই মন্তব্যের পরই ওয়াঘার ওপার থেকে তোপ দেগেছেন মিয়াঁদাদ৷ পাক দলের এক সময়ের অধিনায়ক, সৌরভের বক্তব্যে চটেছেন৷ এরপর তার মন্তব্য, ‘পাকিস্তানকে বয়কটের ডাক দিয়ে জিততে চাইছে সৌরভ৷’ এখানেই না থেমে মহারাজের প্রতিক্রিয়াকে ‘স্বস্তার পাবলিসিটি সান্ট’ বলেও কটাক্ষ মিয়াঁদাদের৷ ‘নির্বাচনে নেমে মুখ্যমন্ত্রী হতে চায় সৌরভ৷ সে করাণেই চড়া সুরে এ সব বলে জনগণের মনে আকর্ষণ তৈরি করতে চাইছে’ বলেও খোঁচা দিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার৷ সেই সঙ্গে ভারতীয় বোর্ডকে ঘুরিয়ে ‘শিশু’ বলে কটাক্ষ মিয়াঁদাদের৷

উল্লেখ্য, নক্কারজনক জঙ্গি হামলার ঘটনার উল্লেখ করে বিশ্বকাপে পাকিস্তানকে বয়কট করার আর্জি জানিয়ে আইসিসিকে চিঠি দেওয়ার ভাবনা রয়েছে বোর্ডের৷ বিসিসিআইয়ের এই চিঠিকে অমূলক বলছেন জাভেদ৷ তার মতে, ভারতীয় বোর্ড শিশুসুলভ কাঁদুনি গাইছে৷ সেই সঙ্গে পাক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মিয়াঁদাদ আরও বলেছেন, ‘ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি ভারতীয় বোর্ডের মতো নির্বোধ নয়৷ আইসিসি’র সংবিধান মতে, সদস্য দেশের বিশ্বকাপ খেলার অধিকার আছে৷ অন্য দেশের ক্রিকেট বোর্ড সেখানে হস্তক্ষেপ করতে পারে না৷’

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি