ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

মুশফিক-মিঠুনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা টাইগারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৯:০৭, ২৬ সেপ্টেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

শুরুতেই তিন উইকেট হারিয়ে বড় ধাক্কা খাওয়া বাংলাদেশকে উদ্ধারে আবারও ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আর তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন আরেক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। মুশফিকুর রহিম ৫৩ বলে ৩৯ রানে ব্যাটিং করছেন। অন্যদিকে মিঠুন ৩৩ বলে ২২ বলে ক্রিজে আছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৮ ওভারে ৭৭ রান। হাতে আছে ৭ উইকেট। এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ১২ রান যোগ করতেই নেই টপ অর্ডার তিন ব্যাটসম্যান। সৌম্য শূন্য রানে বিদায় নেওয়ার পর মমিনুলও বিদায় নেন মাত্র ছয় রান যোগ করতেই।

এরপরই আরেকটা ব্যর্থতার গল্প লেখান টাইগার ওপেনার লিটন দাস। ব্যক্তিগত মাত্র ছয় রান যোগ করতেই ফিরে যান ‘ব্যর্থ’ এই ব্যাটসম্যান। এদিকে পাকিস্তানের পক্ষে জুনায়েদ খান দুই উইকেট তুলে নিয়েছেন।

এমজে/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি