ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

মুশফিকদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ৪ নভেম্বর ২০১৯

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে এই প্রথমবারের মতো বাংলাদেশের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট নৈপুণ্য প্রদর্শন করেছে। ভারতকে পরাজিত করায় দেশবাসীর সঙ্গে আমিও আনন্দিত এবং গর্বিত। আমার বিশ্বাস এ সিরিজে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো খেলে ট্রফি জিতবে। আমি জাতীয় ক্রিকেট দলের সার্বিক সাফল্য কামনা করি।

রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৭টায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। মাহমুদউল্লাহর এই সিদ্ধান্তে সুফল পায় সফরকারীরা। ৬ উইকেটে ১৪৮ রানে ভারতকে থামায় বোলাররা। জবাবে তিন বল হাতে রেখে তিন উইকেট হারিয়েই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি