ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

মেসি-নেইমার-এমবাপ্পে থাকায়ও হারের স্বাদ পেল পিএসজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ১৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নতুন বছরে এক ম্যাচ পর আবারো হারলো পিএসজি। মেসি-নেইমার-এমবাপ্পে থাকলেও রেঁনের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি ফরাসি জায়ান্টরা।

রোববার রাতে লিগ ওয়ানে ১-০ গোলে হেরেছে পিএসজি।

বিশ্বকাপের পর এই প্রথম তিন তারকাকে একসঙ্গে পেয়েছিলো প্যারিস সেইন্ট জার্মেইন। তবে প্রতিপক্ষের মাঠে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি কেউই। 

কয়েকটা সুযোগ তৈরি করলেও সেটা জালে জড়াতে পারেননি মেসিরা। উল্টো ৬৪ মিনিটে গোল খেয়ে বসে পিএসজি। 

মিডফিল্ডার হামারি ট্রাওয়ের গোলটি আর শোধ দিতে পারেনি ক্রিস্তোফা গালতিয়েরের শিষ্যরা। 

নতুন বছরে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে এটি পিএসজির দ্বিতীয় হার। 

তবে ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লঁস। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তিনে মার্সেই।

সমান ৩৭ পয়েন্ট নিয়ে মোনাকো চারে, আর পাঁচ নম্বরে আছে রেঁন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি