ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

মেসি ভক্তদের জন্য ফের দুঃসংবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ৬ আগস্ট ২০১৯ | আপডেট: ১৩:১৫, ৬ আগস্ট ২০১৯

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। চলতি সপ্তাহেই তিন মাসের জন্য নিষিদ্ধের খবর পান মেসি। আর্জেন্টিনার হয়ে আগামী তিন মাস খেলতে পারবেন না কোনও ম্যাচ।

নিষেধাজ্ঞা মাথায় নিয়ে যোগ দিয়েছিলেন বার্সেলোনার অনুশীলনে। ক্লাবের অনুশীলনে ফিরতেই আরও একটি দুঃসংবাদ! চোট পেয়েছেন আর্জেন্টাইন তারকা।

আর চোটের কারণেই দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন না মেসি। তার চোটের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

কোপা আমেরিকার পর ছুটি কাটিয়ে সোমবার বার্সার অনুশীলনে ফিরেছেন মেসি। কিন্তু প্রথম দিনের অনুশীলনেই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন বার্সা অধিনায়ক।

পরে মেডিকেল রিপোর্টে দেখা যায় ডান পায়ের পেছনের পেশিতে গ্রেড ওয়ান চিড় ধরেছে। মেসি ঠিক কবে পুরোপুরি সেরে উঠবেন এবং খেলায় ফিরবেন সেটা নির্দিষ্ট করে জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।

দুটি প্রীতি ম্যাচ খেলতে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে পাড়ি দেয় বার্সেলোনা দল। লা লিগা-সিরি আ কাপ নামে শুরু হতে যাওয়া দুই লেগের প্রীতি টুর্নামেন্টে ইতালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষে খেলবে বার্সেলোনা। মায়ামিতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে প্রথম ম্যাচ। তিন দিন পর মিশিগানে হবে দ্বিতীয় ম্যাচটি।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি