ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

মোংলায় অগ্নিকাণ্ডে ঘরসহ ৭ দোকান পুড়ে ছাই

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪১, ৭ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মোংলায় বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। 

এ ঘটনার পর মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রণে আনে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আরদেশ আলী জানান, বাসস্ট্যান এলাকায় আগুন লাগার পরপরই ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী লিয়াকত আলী, বাবার মুসল্লি ও ইয়াহিয়া খাঁন জানায়, আগুন লাগার মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় পাশে থাকা তিনটি খাবার হোটেলসহ সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং আরো কয়েকটি দোকানের আংশিক ক্ষতি হয়। আগুনে অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি