ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫

মোড় ঘুরছে ‘লাল সিং চাড্ডা’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ১৪ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

চার বছর পর পর্দায় ফিরেছেন আমির। 'ফরেস্ট গাম্প'-এর মতো কালজয়ী সিনেমাকে পর্দায় নিয়ে এসেছেন নিজের আঙ্গিকে। কোনও ত্রুটি রাখেননি 'লাল সিং চাড্ডা'র প্রচারেও।

শুরু থেকেই সিনেমাটিকে অস্কারজয়ী হলিউড সিনেমার পুনর্নির্মাণ বলে নানাবিধ বিতর্ক চলছে। উঠেছে বয়কটের ডাকও। এসব কিছু সামলে নিয়ে প্রথম দুইদিনের হতাশার পর তৃতীয় দিনে বক্স অফিসে কালেকশন বেড়েছে ৩০ শতাংশ।

প্রথম দিনে মাত্র ১২ কোটি আয় করেছে ‘লাল সিং চাড্ডা’। তারপর দ্বিতীয় দিন ঘরে তুলেছে ৭ কোটি। তৃতীয় দিনে সাপ্তাহিক ছুটির দিনে ৩০ শতাংশ আয় বাড়াতে সক্ষম হয়েছে সিনেমাটি।

অস্কারজয়ী হলিউডি চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’র রিমেক হিসেবে ‘লাল সিং চাড্ডা’ তৈরি করেছেন আমির খান। সিনেমার প্রযোজকের পাশাপাশি প্রধান ভূমিকায়ও অভিনয়ে করেছেন তিনি। অদ্বৈত চন্দনের পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি ১১ আগস্ট মুক্তি পেয়েছে।

সূত্র: বলিউড হাঙ্গামা 
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি