ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

মৌলভীবাজারে সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ১৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে চা-শ্রমিকদের সঙ্গে এলাকাবাসীর সংর্ঘষে এক মুক্তিযোদ্ধা নিহত  হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। বুধবার বিকেলে জুড়ী উপজেলার জামকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইয়াছিন মিয়া (৬৫)।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানিয়েছেন, তিন দিন আগে সোনারুপা চা-বাগানের এক শ্রমিকের সঙ্গে জামকান্দি গ্রামের এক ব্যক্তির দ্বন্দ্ব হয়। এর জের ধরে বুধবার সকালে স্থানীয়রা মসজিদ থেকে মাইকিং করে এবং চা-শ্রমিকরা বাগানের ঘণ্টা বাজিয়ে জড়ো হয় সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে মুক্তিযোদ্ধা ইয়াছিন মিয়াকে গুরতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কী নিয়ে দ্বন্দ্ব বাধে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি পুলিশ সুপার।

 

একে/এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি