ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনা বন্ধ করল চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৩, ২৪ সেপ্টেম্বর ২০১৮

মার্কিন সরকার চীনের সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ওয়াশিংটনের সঙ্গে সামরিক বিষয়ক আলোচনা বন্ধ করে দিয়েছে বেইজিং।

রাশিয়া থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ এবং সুখোই-৩৫ জঙ্গিবিমান কেনার জন্য যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ওই নিষেধাজ্ঞা আরোপ করে।

সম্প্রতি চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকা সফররত চীনা নৌবাহিনীর প্রধান শেন জিনলংকে দেশে ডেকে পাঠানো হয়েছে এবং মার্কিন ও চীনা সামরিক কর্মকর্তাদের মধ্যে আগামী সপ্তাহে যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।

ওই বিবৃতিতে আরো জানানো হয়েছে, নিষেধাজ্ঞা আরোপের জবাবে চীনের সামরিক বাহিনী পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। তবে এর মাধ্যমে কী ধরনের ব্যবস্থার কথা বলা হয়েছে তা পরিষ্কার নয়। 

এদিকে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্রানস্ট্যাডকে গতকালই তলব করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। তার কাছে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদ জানানো হয়।

সূত্র : পার্সটুডে

এমএইচ/এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি