ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

যে কারণে নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ১১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:২৯, ১১ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার ব্যাপারে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান। এর আগে সাকিব নিজেই জানিয়েছিলেন তিনি মাগুরা-১ আসন থেকে নির্বাচন করবেন। কিন্তু শনিবার রাতে তিনি জানালেন নির্বাচন করবেন না।

সাকিব বলেন, ‘আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি, নির্বাচন করব না।’ আগে নির্বাচন করার কথা জানিয়ে এখন কেন সিদ্ধান্ত পরিবর্তন করলেন এমন প্রশ্নের জবাবে তিনি কোনও মন্তব্য করেননি।

তবে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সাকিবের খেলা ছেড়ে এখনই রাজনীতিতে আসার সিদ্ধান্তে পক্ষে সায় দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাকিবের দেশকে আরও অনেক কিছু দেওয়ার আছে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

সূত্র জানায়, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর মত জানতে শনিবার রাতে সাকিব আল হাসান গণভবনে যান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী তাকে বলেছেন, সামনে বিশ্বকাপ আছে। তুমি খেলা চালিয়ে যাও। তবে এ বিষয়ে সাকিবের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর কার্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনা বিশ্বসেরা অলরাউন্ডারকে খেলা চালিয়ে যেতে বলেছেন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি