ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

যে কারণে ২ ম্যাচ নিষিদ্ধ হিগুয়াইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ১৪ নভেম্বর ২০১৮

সেরি আয় অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এসি মিলানের ফরোয়ার্ড গনঞ্জালো হিগুয়াইন। মঙ্গলবার এক বিবৃতিতে সেরি আ কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

গত রোববারের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে হারে এসি মিলান। ওই ম্যাচে বিরতির খানিক আগে একটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ৩০ বছর বয়সী হিগুয়াইন। আর ম্যাচের শেষ দিকে বেনাতিয়াকে পিছন থেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন হিগুয়াইন। এরপরই মেজাজ হারিয়ে রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেখেন লাল কার্ড। এই অপরাধে তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর ফলে আগামী ২৫ নভেম্বর লাৎসিওর বিপক্ষে ও তার পরের সপ্তাহে পার্মার বিপক্ষে খেলতে পারবেন না জুভেন্টাস থেকে এক বছরের জন্য ধারে আসা আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি