ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

রশিদের ঘূর্ণিতে বিপর্যয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৬, ২১ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৭:৫৬, ২১ সেপ্টেম্বর ২০১৮

আফগানিস্তানের দেয়া ২৫৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। আর রশিদ খানের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাচ্ছে দলটি। এরই সঙ্গে ২৫তম ওভারে দলীয় ৯০ রানে ৬ উইকেট হারায় টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৫ রান। ফলে বড় ব্যবধানে হেরে যেতে বসেছে টাইগরার।

২৭ ‍রান করা মাহমুদউল্লাহ রিয়াদকে বোল্ড করেন আফগানদের স্পিন বিস্ময় রশিদ। এরই সঙ্গে ২৫তম ওভারে দলীয় ৯০ রানে ৬ উইকেট হারায় টাইগাররা।

সর্বশেষ আশাজাগানিয়া ব্যাটিং করা সাকিব আল হাসানও ফিরে গেলেন। ২৪তম ওভারে দলীয় ৭৯ রানের মাথায় রশিদ খানের বলে এলবি হয়ে মাঠ ছাড়েন তিনি। ৫৫ বলে ৩২ রান আসে সাকিবের ব্যাট থেকে।
এর আগে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করা মোহাম্মদ মিঠুন (২) আউট হলে চতুর্থ উইকেটের পতন হয় টাইগারদের। মুমিনুল হকের বিদায়ের পর দ্রুতই গুলবাদিন নবী বলে বোল্ড হন তিনি।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি